বাউফলে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধবস্ত

বাউফলে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধবস্ত

বাউফল (পটুয়াখালী):পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে প্রায় শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি বিধবস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ে সড়কে যান চলাচলে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। লন্ডভন্ড হয়েছে প্রায় ৩৬ হাজার হেক্টর জমির থোর আসা আমন ধান। নষ্ট হয়েছে ঘের ও উচু জমির শাক-সবজি। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সরবরাহ। ভারি বর্ষণ আর স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে চর ও নিম্নাঞ্চল। তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে নদীপাড়ের বাঁধে ফেলা জিও ব্যাগের অধিকাংশ চলে গেছে নদী গর্ভে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘূর্নিঝড় ‘বুলবুল’ প্রভাবে টানা ৩ দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে সহ¯্রাধিক হেক্টর ফসল পানিতে তলিয় গেছে। আবহাওয়া পরিবর্তনের সাথে দ্রুত পানি সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলায় ৩৬ হাজার ১৯০ হেক্টর জমির আমন ধানের প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ববনা রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ জমিতে আগাম জাতের পাকা ও আধাপাকা আমনের ক্ষতি কিছুটা কম হলেও থোর আসা আমন ধানের চিটার পরিমান বাড়বে। ঘের ও উচু জমিতে থাকা শাকসবজি নষ্ট হয়েছে পরোপুরি।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা জানান, ঘূর্ণিঝড় বুলবুলে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন চরের অর্ধশতাধিক কাঁচা ও টিনের তৈরি বসতঘর উড়িয়ে নিয়ে গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন  ক্ষতিগ্রস্থ পরিবারকে তালিকা করে সাহায্য সহযোগিতা করা হবে। তবে ত্রানের কার্যক্রম অব্যহত আছে ।